২১-২২ অর্থ বছরে খরিফ -২মৌসমী রোপা আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠান সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, স্বাগতম বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন ওরফে তুহিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনুর রশীদ, বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ ওয়ালিদ হুসাইন,উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি, জাহাঙ্গীর হোসেন, রেজাউল ইসলাম, নাঈম মাহমুদ,অমিত বিশ্বাস, অশিংটন ,রবিউল ইসলাম, রেজাউল করিম, রিমা মল্লিক,অমিত বিশ্বাস ১২শত লোক কে বিনামূল্যে বীজ ও ২৪হাজার কেজি সার ও ৬হাজার কেজি ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।