সাবেক যুবলীগ নেতা শহিদ ইকবাল বিথার এর মৃত্যু বার্ষিকী ১১জুলাই। ২০০৯ সালের ১১ জুলাই রাতে মহানগরীর মুসলমান পাড়ার মেট্রোপলিটন ক্লিনিকের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শহীদ ইকবাল বিথার। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন, ২৪নং ওয়ার্ড এর কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন।
শহীদ ইকবাল বিথারের মৃত্যু বার্ষিকীতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। সোমবার সাতটায় দলীয় কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, মহানগর যুবলীগ নেতা মোঃ আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, মশিউর রহমান সুমন, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, ইকবাল কবির লিটন, কাঞ্চন সিকদার, হারুন উর রশিদ, লাবু আহমেদ, ছাত্রনেতা হিরন হাওলাদার, নিশাত ফেরদৌস অনি, জনি বসু, বিপ্লব ধর তত্ত্বি, শরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।
স্মরণ সভা শেষে শহীদ ইকবাল বিথারের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা স ম জাকারিয়া।