হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা জেলা আইডিইবি নব গঠিত কার্য-নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় খুলনা সিটি মেয়র ও খুলনা মহা নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের নের্তৃত্বে মহা নগর আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, আইডিইবি’র নব গঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম তাপস, সহ-সভাপতি নাজমুল হুদা, মিজানুর রহমান পাটওয়ারী. সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক চাঁদ আহমেদ সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দীন জুয়েল এবং বিসিবির পরিচালক, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সাথে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।