নগরীর খালিশপুর ১২নং ওয়ার্ডে আরাবিয়া জামে মসজিদ ও মাদ্রাসা-এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং কেসিসি’র মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সুস্থ হয়ে ফিরে আসায় শুকরিয়া আদায় করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২২ জুলাই শুক্রবার দুপুর ২ টার সময় মাদ্রাসার মিলনায়তনে আরাবিয়া জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি সামিউল ইসলাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম বাশার, কেসিসি’র ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, কমিটির সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সরফরাজ আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরাবিয়া জামে মসজিদ ও মাদ্রাসা-এর নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ, উপদেষ্টা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।