নিরাপদ মাছে ভরবো দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় ডুমুরিয়া অফির্সাস ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভায়
সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মামুনুর রশীদ, বক্তব্য রাখেন ডুমুরিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, উপজেলা সম্প্রসারণ মৎস্য অফিসার মোঃ আব্দুল কাদের, টেকনিক্যাল অফিসার প্রনব কুমার দাস, আশিকুর রহমান প্রমুখ ।
আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ সম্প্রসারণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যমে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে প্রতিবছরের ন্যায় এবারও ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত উদ্যাপিত হতে যাচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২।
এ বছর ৫ টি ক্যাটাগরিতে ৫ জন ডুমুরিয়া উপজেলা হতে সফল মাছচাষির পুরস্কার পাচ্ছেন এবং জেলা পর্যায়ে ২ জন চাষি পুরস্কার পাচ্ছেন। কার্প জাতীয় মাছচাষে জেলা পর্যায়ে পুরস্কার পাচ্ছেন এজাজ আহমেদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডুমুরিয়া, খুলনা ও পাবদা মাছ চাষে মোঃ বেনজির হোসেন, খলশি, ডুমুরিয়া। অন্যদিকে ডুমুরিয়া উপজেলায় শোলমাছ চাষে মাদারতলার লক্ষ্ণী মন্ডল, গলদাচাষে বড়ডাঙ্গার জয়প্রকাশ বিশ্বাস, বাগদা চাষে রোদাঘরার তবিবুর রহমান, কার্পমাছচাষে থুকড়ার
শাহদাত হোসেন এবং এসপিএফ রেনু প্রতিপালনে গোলাপদাহের বিবেক চন্দ্র মন্ডল পুরস্কার পাচ্ছেন।
সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক বলেন ডুমুরিয়া উপজেলায় ১০ হাজার মেট্রিক টন চাহিদার বিপরীতে ২৫ হাজার মেট্রিকটন মাছ উৎপাদিত হয়।