ইলাইপুর, রুপসা, খুলনা ৩ আনসার ব্যাটালিয়নে ব্যাটালিয়ন আনসার সদস্যদের শরীরচর্চার জন্য একটি আধুনিক ব্যায়ামাগার উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সারাদেশের সকল ব্যাটালিয়ন, জেলা ও রেঞ্জ অফিসে ব্যায়ামাগার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় । এরই ধারাবাহিকতায় ২৬ জুলাই বিকেলে খুলনার রূপসা উপজেলার ইলাইপুরে অবস্থিত ৩ আনসার ব্যাটালিয়নে ব্যায়ামাগারের উদ্বোধন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ, সহকারী পরিচালক মো. তৌফিক আনোয়ার, কোম্পানি কমান্ডার রাজিব হোসাইন ও ব্যাটালিয়নের সকল সদস্যগণ ।
ব্যায়ামাগার স্থাপন প্রসঙ্গে খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা নির্মাণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদা প্রস্তুত ।
এ ব্যায়ামাগার স্থাপন, ব্যাটালিয়ন সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করবে এবং আরও বেশি কর্মক্ষম করে তুলবে । ফলে ব্যাটালিয়ন সদস্যরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালনে আরও বেশি সফল হবে। তিনি ব্যায়ামাগার সফলভাবে সম্পন্ন করার জন্য ব্যাটালিয়ন অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের সকলে শরীরচর্চার প্রতি আরও উৎসাহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ।