ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থার পঞ্চম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর নগরীর ফরাজীপাড়া প্রধান কার্যালয় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থার সকল শুভাকাঙ্খি, প্রতিষ্ঠাতা,কমিটি সদস্য ও স্বেচ্ছাসেবকদের পিতামাতাকে উৎসর্গ করে দোয়া মাহফিলের আয়োজন কর হয়। উপস্থিত ছিলে ফুড ব্যাংকিং খুলনা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি শাহরিয়ার কবির মেঘ, সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন মৃধা ও সহ- প্রতিষ্ঠাতা ও সহ- সভাপতি শাহরিয়ার শাওনস, কমিটি সদস্য নয়ন হোসেন,অনিক,আমিন রহমান, মেহরব রিশাদ, জুবায়ের সাদিক, রজিনা বেগম, রেজওয়ান, সাদ ফাহিম, ও সংগঠনের নিবেদিত স্বেচ্ছাসেবী।