খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শিদী বলেছেন, বঙ্গমাতা ছিলেন বাঙালি নারী জাগরণের এক অনবদ্য মহিয়সী নারী । তিনি সরাসরি রাজনীতি না করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনৈতিক কাজে উৎসাহ উদ্দীপনা যোগাতেন । তিনি বাংলার মেহনতী মানুষের জন্য অনেক কাজ করেছেন । বঙ্গমাতার নেতৃত্বে এদেশের সকল ধরনের নারীদের ক্ষমতায়নের জন্য তৎকালীন সময়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছিল । তিনি বঙ্গবন্ধুর পাশে থেকে বঙ্গবন্ধুকে বিভিন্ন দুঃসাহসিক কর্মকাণ্ড পরিচালনায় সাহস যুগিয়েছেন এবং যোগ্য সহধর্মিনী হিসেবে বাংলার মানুষের কাছে তিনি ছিলেন এক অনবদ্য নারী । তার মাধ্যমে এ দেশের সকল স্তরের নারীদের ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয়েছিল । আজ বাংলাদেশে যে নারী জাগরণের এবং নারীর ক্ষমতায়ন এগিয়ে চলেছে তা বঙ্গমাতার হাতেই শুরু হয়েছিল ।
সোমবার (৮ আগস্ট) সকালে রুপসা উপজেলা প্রশাসন আয়োজিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা , ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জোবায়ের , মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান , উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস , হিসাবরক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস ,রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত )সিরাজুল ইসলাম , নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন , প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার আইসিটি কর্মকর্তা রেজাউল করিম সমাজসেবা কর্মকর্তা মজুমদার , সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান , মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন , সোনালী ব্যাংক ব্যবস্থাপক অসিত রায় চৌধুরী , জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোরশেদুল আলম বাবু , রুপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন , সাংবাদিক এইচ এম রোকন , ফ ম আইয়ুব আলী প্রমূখ । অনুষ্ঠানে অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় ।