খুলনার ডুমুরিয়ার ধামালিয়ার জমিদার বাড়ির কৃতি সন্তান ড. শামসুল করিম বাকার ও তার সহযোগী সমাজ সেবক ডঃ হরিদাস মন্ডল এর বিরুদ্ধে হয়রানি মূলক মামলা, মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে রোববার এসে কে বাকার কলেজের মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মোঃ আঃ হালিমের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট ফার্মাসিটিক্যালস বিজ্ঞানী ড. শামসুল করিম বাকর ও তার সহযোগী আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ডাঃ হরিদাস মন্ডল এই দুইজনই ডুমুরিয়ার ধামালিয়া এলাকার কৃতি সন্তান।
সমাজসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং চিকিৎসা সেবায় তাদের অন্যবদ্য অবদান রয়েছে। একটি কুচক্রী মহল এসব সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাদের বিরুদ্ধে নানাবিধ কার্যকলাপে লিপ্ত রয়েছে।
আমরা এর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, শিক্ষকদের দুর্দিনে বাকের ভাই ও হরিদাস বাবু সব সময় আমাদের পাশে ছিলেন। এখনো নিরলসভাবে আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
সভায় অন্যনদের মধ্যে বক্তব্য দেন ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ওয়াজেদ আলী, লিটিল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন পরিচালক মাসুদুর রহমান, শিক্ষক হাফিজুর রহমান, শিক্ষিকা হালিকা বেগম, শিক্ষক প্রতিনিধি কবির হোসেন মোল্লা, মাজহারুল আনসারী, মাহমুদা খাতুন, মোল্লা শহিদুল ইসলাম, বিএম আশিকুর রহমান সাগর, টি এম তারেক প্রমুখ।