জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা।
বুধবার বেলা ৩ টায় শহরের নোমানী ময়দান হতে বিক্ষোভ মিছিল বের হয়ে ভায়নার মোড়ে গিয়ে সমাবেশ করে শেষ হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল বলেন, জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধিতে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ায় ও গণপরিবহনে বর্ধিত ভাড়া বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে অনতিবিলম্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পত্যাহার সহ দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ।