খুলনা সদর থানা আয়োজিত নাগরিক ঐক্যের কর্মীসভায় স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন বিরোধী মতাদর্শের রাজীনতিকদের বাসভবনে হামলা নষ্ট রাজনীতির বহি:প্রকাশ মাত্র। বাসভবনে হামলা করে প্রতিপক্ষ ও রাজনৈতিক আদর্শকে ধ্বংস করা যায় না। এটি তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহি:প্রকাশ। এর বিরুদ্ধে গণতন্ত্রমনা শক্তির ঐক্য প্রয়োজন
গতকাল হাদিস পার্ক এলাকায় অনুষ্ঠিত এ কর্মীসভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, ভিন্ন মতের রাজনীতিকদের বাসভবনে পরিবারের সদস্যরা সবাই রাজনীতির সাথে সম্পৃক্ত নন। এ হামলার মধ্যদিয়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। যার মধ্যদিয়ে দক্ষিণাঞ্চলে বিরোধী শিবিরে আতঙ্ক বিরাজ করছে। খুলনা ওয়াসার পানির দাম কমানো এবং সুন্দরবনে কীটনাশক দিয়ে মৎস্য শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান। সদর থানা শাখার আহ্বায়ক আলী মুসা মিয়া সভাপতিত্ব করেন। বক্তৃতা করেন নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান্ বাবু, লবণচরা থানা শাখার সদস্য সচিব সঞ্জয় দেবনাথ, মীর রবিউল ইসলাম, ঈসা সানা ও কাজী আলমগীর হোসেন। সভায় স্থানীয় ক্যাব কর্মকর্তা আব্দুস সালাম মন্টু নাগরিক ঐক্যে যোগদান করেন।