বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন খুলনা জেলা ইসলামী যুব আন্দোলন এর মানবাধিকার সম্পাদক মোঃ মিরাজ আল সাদী এর আম্মা রহিমা বেগম (৫২) ৩৫ নং পুরাতন কুয়েট রোড, মহেশ্বর পাশা, উওর বনিকপাড়ার নিজ বাসভবন থেকে গত ২৭ আগষ্ট আনুমানিক রাত ১০.৪৫ মিনিটে বাসার নিচে চাপ কল থেকে পানি আনতে যেয়ে আর ফিরে আসেনি বিষয়টি জানতে পেরে অনেক খোঁজাখুঁজির পরে তার সন্ধান না পেয়ে প্রথমত দৌলতপুর থানায় জিডি এবং পরবর্তীতে অজ্ঞাত নামা উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।
আজ ৫ দিন হয়ে গেলোও রহিমা বেগম কে খুঁজে না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হস্তক্ষেপে রহিমা বেগমকে দ্রুত খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন ইসলামী যুব আন্দোলন খুলনা জেলা সভাপতি মুহাম্মদ মেহেদী হাসান, সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, যুগ্ন সম্পাদক হাফেজ নাজিম ফকির, সাংগঠনিক সম্পাদক এস কে নাজমুল হাসান, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান, অর্থ সম্পাদক মোঃ রমজান আলী মল্লিক লিটন, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলোয়ার হুসাইন, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, আইন সম্পাদক মুফতি ওমর ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মুহিব্বুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক ডাঃ রাকিব হাসান, সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক শিকারী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফেজ ওসমান করিম, উপ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, হাফেজ আবুল হাসান, মোঃ ওহিদুজ্জামান প্রমূখ নেতৃবৃন্দ।