রবিবার খুলনা দৌলতপুর থানাধীন এক বোনের (ব্লাড ক্যান্সার) জন্য খীদমাতুল মুসলিমীন সভাপতি মাওঃমশিউর রহমান খুলনাভী ভায়ের নিকট ফোন আসে, খীদমাহ্ ব্লাড ব্যাংকের আহবানে ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানার যুগ্ন সাঃসম্পাদক মোঃআসাদুজ্জামান আল আমিন ভাই তার ২৫ তম ব্লাড দানের ৪ মাস পর আজ ২৬ তম ব্লাড দান করেন,
ব্লাড দানের ঘন্টাখানিক পর ভাই অসুস্থ হয়ে পরেন, খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিম সভাপতি মাওঃমশিউর রহমান খুলনাভী ভাই তার অসুস্থতার সংবাদ পেয়ে দ্রুত খীদমাহ্ ফুড ব্যাংকের একটি টিম নিয়ে তাকে দেখতে খালিশপুর ক্লিনিকে চলে যান এবং আল্লাহ পাকের নিকট তার সুস্থতার জন্য দোয়া করেন।