ডুমুরিয়া উপজেলার একসময়ের শীর্ষ সন্ত্রাসী শৈলেন। বর্তমানে ভাইপো বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ শলুয়াবাসী খুলনা প্রেসক্লাবের সামনে রবিবার ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে স্মৃতি লতা রায় বক্তব্যে বলেন, ভাইপো বাহিনী আমার বাড়ি ও মৎস্য ঘের জোরপূর্বক দখল করে আছে। আমি এর প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, ভাইপো ও মৃত সেতু বিশ্বাসের পূত্র সন্ত্রাসী উজ্জ্বল বিশ্বাস যার আস্ত্র, মাদক, মার্ডারসহ একাধিক মামলাসহ শত শত অভিযোগ ও জিডি আড়ংঘটা থানা ও ডুমুরিয়া থানায় রয়েছে। সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে শলুয়াবাসীর ওপর হামলা নির্যাতন চালিয়ে যাচ্ছে ভাইপো বাহিনী।
এরই ধারাবাহিকতায় আড়ংঘাটা থানার অধীন বিল শলুয়া মৌজা পোল্ডার নং-২৫, এল.এ কেস নং-১৬/৫১-৫২ জমির শ্রেণি ডাঙ্গা দাগ নং-৪০৫ রংপুর সড়ক লাগোয়া ০.১৩ একর জমি। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী বিগত ২০০৮ সাল থেকে ডিসিআর মূলে ভোগদখলদার আমি স্মৃতি লতা রায় কর-খাজনা পরিশোধ করে আসছি। সম্প্রতি সন্ত্রাসীরা আমার বসতভিটা ও মৎস্য ঘের দখল করেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সুজন শেখ, রবিউল গাজী, সবুর শেখ, আমজাদ গাজী, দীপ্তি কীর্তনীয়া, শেফালী মল্লিক, প্রতিমা বিশ্বাস, নুরজাহান বেগম, শাহিনুর, অনিমা মল্লিক, শান্তি মল্লিক। এসময় বক্তারা আরও বলেন, সন্ত্রাসী শৈলেনের ভাইপো উজ্জ্বল বিশ্বাস ও তার বাহিনী ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করেছেন শলুয়াবাসী। আড়ংঘাটা থানার অধীন শলুয়া এলাকার বাসিন্দাদের প্রশাসনের কাছে দাবি সন্ত্রাসী বাহিনীর সদস্যদের হাত থেকে আমাদের রক্ষা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।