মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকাস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাফিউল ইসলামকে দেখতে গেলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। মঙ্গলবার বিকালে কুয়েট ভাইস-চ্যান্সেলর মোঃ সাফিউল ইসলাম এর শয্যাপাশে কিছুক্ষন অবস্থান করে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এসময় ভাইস-চ্যান্সেলর অসুস্থ্য শিক্ষকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।