২৮ সেপ্টেম্বর (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এছাড়াও এদিন বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।