মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকাস্থ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাফিউল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় ও কুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে ভাইস-চ্যান্সেলরের দপ্তরে এই চেক হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার চিকিৎসাধীন কুয়েটের শিক্ষকের চিকিৎসা সহায়তার কো-অর্ডিনেশন কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ সালাহ্ উদ্দীন ইউসুফ এর নিকট চেক হস্তান্তর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. হেলাল আন-নাহিয়ান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ণ) প্রফেসর ড. সোবহান মিয়া, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, প্রফেসর ড. মোঃ শাহজাহান, শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।