মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন বিএইচবিএফসি’র। বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন পালন করে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। এদিন পূর্বাহ্ন ১১টায় রাজধানীতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান এর উপস্থিতিতে এসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আনুষ্ঠানিকতার মধ্যে ছিল: সংক্ষিপ্ত আলোচনা, বিশেষ দোয়া ও মোনাজাত এবং জন্মদিনের কেক কর্তন। প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা জেলা শাখার উদ্যোগে কেক কেটে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।