খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের মাতা বেগম রিজিয়া শহীদের আশু সুস্থতা কামনায় শিববাড়ী শ্রীশ্রী কালী মন্দির কমিটির উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মন্দির প্রাঙ্গনে প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি মহাদেব সাহা। সভায় বেগম রিজিয়া শহীদের দ্রæত সুস্থতা কামনা করে সকলে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন। প্রার্থনা সভাটি সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুকুমার সাহা। মন্দিরের পুরহিত রবীন্দ্রনাথ তপসীর আরাধনায় উপস্থিত সকলে অংশ নেন এবং বেগম রিজিয়া শহীদের দীর্ঘায়ু কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সহ-সভাপতি দীপক সাহা, গোবিন্দ সাহা, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সাহা কালীপদ, শংকর সাহা, গোপাল সাহা, সাংবাদিক বিমল সাহা ও অভিজিৎ পাল, বাপ্পারাজ সাহা, জনি বসু, নূপুর দাস, চয়ন বালা, বিদ্যুৎ নন্দী, বায়োজিদ সিনহা, পার্থ সাহা, সজিব সাহা, গোপাল সাহা (ছোট) প্রমুখ।