খুলনায় শিশু সাংবাদিকতায় দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শহরের গল্লামারী এলাকায় একটি মিলনায়তনে শুক্রবার এ কর্মশালার উদ্বোধন করেন কবি হোসাইন বিল্লা। ইউনিসেফের সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এ কর্মশালায় খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক এএসএম আব্দুল খালেক বলেন, জীবন গড়ায় প্রশিক্ষণের বিকল্প নেই। শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শিশুদের সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধি ও হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক শুভ্র শচীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক অরবিন্দ মৃধা, বাংলাদেশ টেলিভিশনের খুলনা শিল্প অঞ্চল ও মোংলা সংবাদদাতা মিজানুল ইসলাম ও বাংলাভিশনের খুলনা প্রতিনিধি আতিয়ার পারভেজ।
কর্মশালায় শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রযোজক (মাল্টিমিডিয়া) ইমরান হোসেন রাকিব।