বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রদত্ত নেতৃবৃন্দ বলেন, গত ২২ অক্টোবরের খুলনা বিভাগীয় গণসমাবেশ বানচাল করার জন্য শাসক দলের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ক্যাডাররা প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র,
হকিস্টিক, রামদা, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে সমাবেশে আসা বিএনপির নেতা-কর্মীদের ওপর নগ্ন হামলা চালিয়েছে। শাসক দলের ক্যাডারদের হাতে খুলনাসহ আশপাশের এলাকায় হাজারের বেশি নেতা-কর্মীকে আহত হয়েছে। ক্যাডাররা ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরও ভাঙচুর করেছে উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিএনপি নেতারা বলেন, অবৈধ সরকার তাদের দুঃশাসন দীর্ঘায়িত করতে মারধর, হামলা ও ভাঙচুর করে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। সমাবেশের আগে বিভাগের ১০ জেলায় গণপরিবহন বন্ধ, লঞ্চ, ট্রলার চলাচল বন্ধ করেও জনস্রোত ঠেকাতে না পেরে খুলনায় আসা নেতাকর্মীদের ওপর সশস্ত্র নগ্ন হামলা ও মামলা করেছে। অবিলম্বে সাজানো পাতানো মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপি নেতারা আরো বলেন, সেদিন আর বেশি দুরে নয়-স্বৈরাচার সরকারকে বিদায় করে লুটেরা সরকারের হাত থেকে দেশকে মুক্ত করে প্রতিটি ঘটনার বিচার এদেশের মাটিতে করা হবে।
বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ।