মঙ্গলবার দুপুর দুইটায় খুলনা জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু ভবনে “জোসেফিয়ান ল-ইয়ার্স ফোরাম” এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা আইনজীবী সমিতির সম্পাদক এ্যাড: এস এম তারিক মাহমুদ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন প্রবীন আইনজীবী এ্যাড: জলাল উদ্দীন রুমি।
সভায় সকল জোসেফিয়ান আইনজীবী বৃন্দকে একত্রিত করে “জোসেফিয়ান ল-ইয়ার্স ফোরাম” এর পূর্ণাঙ্গ কমিটি গঠন, ৩রা নভেম্বর খুলনা-২ আসনের সাংসদ জোসেফিয়ান সেখ সালাউদ্দীন জুয়েল মহোদয়ের বার প্রাঙ্গনে আগমনকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো এবং জোসেফিয়ান প্রবীন পল্লী (জে পি পি) কে আইনী সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন – এ্যাড: এ কে মিজানুর রহমান, এ্যাড: সাইফুল আলম, জোসেফিয়ান মো: মিজানুর রহমান খান (ডিকেন), এ্যাড: আশরা ফুজজামান, এ্যাড:উজ্জল কুমার রায়, এ্যাড: মোহিতুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এ্যাড: উল্লাস কর বৈরাগী।