বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১১ নভেম্বর’২২ইং শুক্রবার। ১৯৭২ সালের ১১ই নভেম্বর বাংলাদেশের যুব জাগরনের পথিকৃৎ শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ২০১৯ সালের ২৩ নভেম্বর সপ্তম কংগ্রেসে সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে শেখ ফজলুল হক মনির সুযোগ্য পুত্র শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল। বর্তমান কমিটিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শেখ সোহেল।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নগর যুবলীগের বর্ধিত সভা আজ ০২ নভেম্বর’২২ ইং বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় নগর যুবলীগের সকল সদস্য, থানা ও ওয়ার্ড যুবলীগের সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/যুগ্ম আহবায়কদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহরমান পলাশস ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।