আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ কার্যালয়ের মাঠে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে খুলনা জেলার ৯টি উপজেলার ৩০ জন আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা, মোঃ সেলিমুজ্জামান।
অন্যান্যদের অতিথীদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক ৭ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ ও জেলা কমান্ড্যান্ট যশোর, সনজয় কুমার সাহা ও অন্যান্য কর্মকর্তবৃন্দ।
বাইসাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী বলেন আগামী জাতীয় নির্বাচন ও অন্যান্য সকল রাষ্ট্রিয় কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও কাজের সুবিধার্থে আপনাদেরকে বাইসাইকেল প্রদান করা হচ্ছে। রাষ্ট্রিয় সম্পদের সঠিক ব্যবহার করবেন।
তিনি আরও বলেন,আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষার্থে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ৩০ জন আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।