দৈনিক সকালের সময়ের এস.এম জাহাঙ্গীর আলম সভাপতি ও দৈনিক ভোরের কাগজের শেখ মাহাতাব হোসেন সাধারণ সম্পাদক খুলনার ডুমুরিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে। গত শনিবার প্রেস ক্লাবের সকালে ১০ টায় ভোট অনুষ্ঠিত হয় এবং দুপুর ২ টায় ভোট শেষ হয়ে, গণনা করে বিকাল ৩ঃ৩০ মিনিটে ফলাফল ঘোষণা করা হয় ।
দুই বছর মেয়াদি ১৫ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটিহয়। সহ-সভাপতি, আব্দুল রশিদ এলিন (বিজয়ী) যুগ্মসাধারণ সম্পাদক , উদয় চক্রবতী (বিজয়ী) সাংগঠনিক সম্পাদক , জাহিদুল ইসলাম বিপ্লব। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সাম্পাদক , এস রফিকুল ইসলাম (বিজয়ী) দপ্তর সম্পাদক, আব্দুল মজিদ ( বিজয়ী) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আব্দুল রশিদ বাচ্চু বিনা প্রতিদ্বন্দিতায় কার্য নির্বাহী সদস্য ৩ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এম এ এরশাদ শেখ এনামুল টিটো সুজিত মল্লিক ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ২০২২ এ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ এরশাদ এবং সকালে ৯ টায় ৩০ মিনিটে, খুলনা ৫ আসনে সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি পরিদর্শন করেন। তার সফর সঙ্গি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা সহ আরো অনেক।