শীত মৌসুমের শুরুতেই দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিম।
বুধবার বিকালে খীদমাতুল মুসলিমীন টিম সভাপতি মাওঃমশিউর রহমান খুলনাভীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃমোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় সামর্থহীন পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন খালিশপুর বাবুস সালাম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব অধ্যাপক মাওলানা এ এস এম জাফর সাদিক সাহেব। খীদমাহ্ টিম পরিচালক মাওঃমশিউর রহমান খুলনাভী শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন খালিশপুর হকার্স ইউনিয়ন সভাপতি মোহাঃ জামাল মুন্সী, খালিশপুর বনিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বাচ্চু,খীদমাহ্ টিমের অর্থ সম্পাদক মোঃকাউসার রহমান সহ টিমের মেহাঃসাকিব,কোরবান,ইমরান নাজির,নাইম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
খালিশপুর বাবুস সালাম মসজিদের ইমাম সাহেব বলেন, ‘শীতের শুরুতেই সামর্থহীন পরিবারগুলোর কষ্ট লাগবে খীদমাহ্ পরিবার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।’