আগামী ২রা জানুয়ারী সোমবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাতীয় সম্মেলন’২৩ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির সাথে থানা কমিটির এক মতবিনিময় সভা আজ সোমবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর ভারপ্রাপ্ত সভাপতি মুফতী মুফতী মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাওঃ আব্বাস আমিন, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, মাওঃ শায়খূল ইসলাম বিন হাসান, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, লবণচরা থানার সেক্রেটারী আলহাজ্ব সফিউল ইসলাম, দৌলতপুর থানার সেক্রেটারী মোঃ নিজাম উদ্দিন মল্লিক, সোনাডাঙ্গা থানার সভাপতি মুফতী ইমরান হোসাইন, সেক্রেটারী রবিউল ইসলাম, সদর থানার সেক্রেটারী আমিরুল ইসলাম, খালিশপুর থানার সেক্রেটারী হাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক মোস্তফা আল গালিব প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ২ রা জানুয়ারী’২৩ জাতীয় সম্মেলনে খুলনা মহানগর থেকে ২০০ ডেলিগেটের যোগদান সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।