খুলনা মহানগর তাঁতী লীগের উদ্যোগে গরিব-দুঃখী অসহায় মানুষদের মাঝে গতকাল শীতবস্ত্র বিতরন বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নগর সভাপতি সাব্বির আহমেদ শুভ, সহসভাপতি শেখ মনজুর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন পলাশ, গাজী রকিবুল ইসলাম অমিয় চৌধুরী, লাভলু চৌধুরী, শিপন মিনা, শাহিন, মোজাফফর, বাবুসহ নেতৃবৃন্দ।
এ সময় নগর সভাপতি সাব্বির আহমেদ শুভ শীতার্ত মানুষদের সেবায় সকলকে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী সাধারন মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডগুলো আজ দৃশ্যমান। শীতার্ত মানুষেরা যেন কষ্ট না পায় সেজন্য বিভিন্নভাবে অসহায় দুঃস্থ মানুষদের কাছে শীতবস্ত্র পৌছে দেয়া হচ্ছে। আর এ কাজ চলমান থাকবে বলে তিনি জানান।