সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সরকার দেশকে সার্বিকভাবে একটি সংকটজনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে : মুহাদ্দিস আব্দুল খালেক | চ্যানেল খুলনা

কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে

সরকার দেশকে সার্বিকভাবে একটি সংকটজনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে : মুহাদ্দিস আব্দুল খালেক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আল্লাহর রাস্তায় জান-মাল দিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদেরকে পরিশ্রম ও নিরলস সাধনা করতে হবে। সেই সাথে কাতর কন্ঠে আল্লাহর সাহায্য চাইতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীদের আদর্শ রাসূল (সাঃ)এর আদর্শ। রাসূলুল্লাহ (সাঃ) এ আদর্শকে বুকে ধারণ করে আল্লাহর বিধানকে এ জমিনে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, আমরা প্রত্যেকেই বিজয়ের স্বপ্ন নিয়ে এ আন্দোলনে শামিল হয়েছি। আমাদের মঞ্জিল জান্নাত। এ মঞ্জিলে মাকসুদে পৌঁছানোর পথে হাত, পা, চোখ হারানো এগুলো সাময়িক প্রতিকূলতা। খুলনা মহানগরীর ইসলামী আন্দোলনের সাথীরা এর জীবন্ত সাক্ষী। মহানগরীর এ ময়দানে দ্বীনের কাজ আঞ্জাম দিতে গিয়ে আমাদের সাথী ভাইয়েরা শাহাদাত বরণ করেছেন। তাদের এ ত্যাগের মূল্যায়ন দুনিয়াতে সম্ভব নয়। আমরা লক্ষ করছি সরকার দেশকে সার্বিকভাবে একটি সংকটজনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করলেও সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ করছে না। তাই আমাদেরকে রাজনৈতিক প্রতিবন্ধকতাসহ সকল প্রতিবন্ধকতা ইসলামের আদর্শের আলোকে মোকাবেলা করতে হবে। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামীর কর্মীদেরকে সকল প্রকার অন্যায় দূর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি বলেন, জামায়াত নেতৃবৃন্দের উপর দিনের পর দিন অত্যাচার নিপীড়ন বেড়েই চলেছে। আমাদেরকে ভয় ভীতির উর্ধ্বে থেকে এ দ্বীনি আন্দোলনের কাজ চালিয়ে যেতে হবে। ইসলামী আন্দোলনের কর্মী যারা, তারা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না। মনে রাখতে হবে আমাদের পরিচয় আমরা ইসলামী আন্দোলনের কর্মী। তাই রাসূলুল্লাহ (সাঃ) এ আদর্শকে বুকে ধারণ করে আল্লাহর বিধানকে এ জমিনে বাস্তবায়ন করতে হবে। জামায়াতে ইসলামী খুলনা মহানগরী আয়োজিত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে আজ ২০ জানুয়ারী জুময়াবার নগরীর এক কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহ্ফুজুর রহমান। খুলনা মহানগরী সেক্রেটারী এ্যাডঃ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারী এ্যাডঃ মুহাম্মদ শাহ আলম, তা’লিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারী মাওলানা আবু বকর সিদ্দিক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

শিল্পাঙ্গনের বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

এইচপিভি টিকা প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খুলনা জেলা সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের শোক সভা

প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : নবনিযুক্ত উপাচার্য

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।