খুলনা মহানগরী সেক্রেটারী এ্যাডঃ হেলাল বলেন, সরকার জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতার করে শাস্তি দিয়ে জাতিকে নেতৃত্ব শূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারই ধারাবহিকতায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিজেদের নগ্ন চেহারা জাতির সামনে উম্মুক্ত করে দিয়েছে। এ সরকার আইনের শাসন ও গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না। তারা নির্ভর করে ফ্যাসিবাদী চরিত্রের ওপর। ফ্যাসিবাদীর শক্তির জোরে চিরকাল ক্ষমতায় টিকে থাকা যায় না। আওয়ামী দুঃশাসন ও দমন-নিপীড়নের মধ্য দিয়ে জনগণের কন্ঠরোধ করা হয়েছে। তাই ভোটার বিহীন সরকারের সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নেই।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে আজ রবিবার নগরীতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি উপরোল্লিখিত কথা বলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি মোঃ আজিজুল ইসলাম ফারাজী, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী সভাপতি মোঃ জাহিদুর রহমান নাঈম, খুলনা সদর থানা আমীর আবু রাইসা, সোনাডাঙ্গা থানা আমীর মাওলানা শাহারুর ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারশেণ খুলনা মহানগরী সেক্রেটারী মোঃ মাহফুজুর রহমান প্রমূখ।
সভাপতির বক্তব্যে খুলনা মহানগরী সেক্রেটারী এ্যাডঃ হেলাল আরও বলেন, সরকার জনপ্রিয়তা হারিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করে জাতির ঘাঁড়ে পুনরায় একদলীয় বাকশালী স্বৈরশাসন চাপিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জুলুম-নির্যাতন করে, গ্রেফতার করে, রিমান্ডে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী অগ্রযাত্রাকে রুখা যাবে না। তিনি অবিলম্বে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সরকার কর্তৃক মিথ্যা ও বানোয়াট মামলায় আটককৃত সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান।