গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকারের সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা ৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করায় খুলনাবাসীকে অভিনন্দন জানিয়েছে বিএনপি। রবিবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা হচ্ছে আন্দোলন সংগ্রামের সুতিকাগার। খুলনার মানুষ কোন জুলুমবাজ সরকারের রক্ত চক্ষুকে ভয় পায় না। সকল বাধা বিপত্তি উপেক্ষা করে নগরীর কেডি ঘোষ রোডের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করায় খুলনাবাসি, দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাবেশে আগত সকল শ্রেণী-পেশার মানুষ ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে নেতৃবৃন্দ আরো বলেন,
শিগগিরই হাসিনা সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করা হবে। অপরদিকে খুলনার সমাবেশে আসার পথে যশোরের বারোবাজারে নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির নেতারা। বিবৃতিদাতারা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান।
উল্লেখ্য, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গত বছরের ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা দেয় বিএনপি। এই পর্যন্ত চলমান যুগপৎ আন্দোলনের ৫ম দফা কর্মসূচি পালিত হয়েছে। প্রথম কর্মসূচি হিসেবে ঢাকায় ৩০ ডিসেম্বর এবং ঢাকার বাইরে ২৪ ডিসেম্বর গণমিছিল হয়। দ্বিতীয় কর্মসূচি ছিল ঢাকাসহ সারা দেশে বিভাগীয় শহরে ১১ জানুয়ারি গণঅবস্থান। গত ১৬ জানুয়ারি বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় তৃতীয় দফার কর্মসূচি। চতুর্থ কর্মসূচি হিসেবে ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে দেশব্যাপী জেলা ও মহানগরে সমাবেশ করে বিএনপি। ৫ম দফায় ৪ ফেব্রুয়ারি সারা দেশের বিভাগীয় সদরে ন্যায় খুলনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।