বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমির এজাজ খান, যুগ্ম-আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজসহ ১৮জনের নাম উল্লেখ করে অন্তত ১৩০জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে ডুমুরিয়া থানা পুলিশ। গত ১১ ফেব্র“য়ারি রাতে এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান বাদী হয়ে মামলাটিতে নাশকতার সৃষ্টির কাল্পনিক অভিযোগ করা হয়েছে। বিএনপি’র পদযাত্রায় গণমানুষের সম্পৃক্ততা দেখে লুটেরা আ’লীগের প্রেসক্রিপশন বাস্তবায়নে রাজনৈতিক প্রতিহিংসামুলক এমামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। বিদ্যুৎ-গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য, সার-বীজ ও কৃষি উপকরণের মূল্য কমানো এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় ডুমুরিয়াতেও শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খুলনা-৩ আসনের ধানেরশীষ’র কান্ডারী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, নগর ও জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলাম জহীর ও শেখ আবু হোসেন বাবু প্রমুখ।
অবিলম্বে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমুলক মামলা প্রত্যাহার ও পুলিশকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষ পেশাদারিত্বের পরিচয় দেবার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। আর তৃণমূল নেতাকর্মীদের আগামীর আন্দোলন-সংগ্রাম সফল করে নিশিরাতের ভোটডাকাত আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের আহবান জানিয়েছেন তারা।