বাংলাদেশ ইয়োথ ক্যাডেট ফোরাম’র (বিওয়াইসিইফ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হক এর সাথে খুলনার এক্স ক্যাডেটদের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর একটি অভিযাত হোটেলে এ সৌজন্য স্বাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য স্বাক্ষাত অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর রিসার্সার মীর কবির। এ সময় সুন্দরবন রেজিমেন্টের এক্স ক্যাডেট এসএম ইব্রাহিম খলিল, আবু সালাম, আসাফুর রহমান কাজল, মেহেবুব হাসান (মামুন), মো. মুশফিকুর রহমান মেহেদী, মো. আমিনুল ইসলাম, মোঃ এজাজ আহমেদ, মো. শেখ রুশাদ, মোঃ ইমরান বন্দ, নাঈম মিয়া প্রমুখ।
এর আগে গত শুক্রবার বাংলাদেশ ইয়োথ ক্যাডেট ফোরাম’র (বিওয়াইসিইফ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হক সপরিবারে সুন্দরবন ভ্রমনে আসেন। সুন্দরবন ভ্রমন শেষে তিনি তার প্রাণের সংগঠন বিএনসিসি এর এক্স ক্যাডেটদের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন।