চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৮ জনকে এক লাখ ৬৯ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের বিভিন্ন মেয়দে সাজাও প্রদান করা হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পাটকেলঘাটা উপজেলা দলুয়া বাজার এলাকায় এ অভিযান চালায় র্যাব।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উল্লিখিত বাজারের কয়েকজন ব্যবসায়ী চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ৮ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে নারায়ন চন্দ্র মন্ডল ও নিত্য নন্দন সরকারকে ২০ হাজার টাকা জরিমানা এবং বিশ্বনাথ মন্ডল ও রবিন মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। বাকীদের অর্থদণ্ডের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। এ সময়ে বাকী ৪ জন ব্যবসায়ীর নিকট থেকে ৯৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।