মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় খালিশপুর খীদমাহ্ অফিস মোড়ে আয়োজিত এ ব্লাড ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের প্রধান উপদেষ্টা মোহাম্মদ রাজিবুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সভাপতি মোঃ মাইনুল ইসলাম আকন্দ,সহ সভাপতি মোঃ আব্দুস সবুর ।
সভাপতিত্ব করেন খীদমাহ্ টিম সভাপতি মাওঃমশিউর রহমান খুলনাভী। সভাপতি তার বক্তব্যে বলেন, ২১শে ফেব্রুয়ারি আসলেই কেবল ভাষা শহীদদের কথা মনে পড়ে। সকলেরই ভাষার প্রতি মমতাবোধ প্রকাশ পায়। এছাড়া সারা বছর ভাষা শহীদদের কথা স্মরণ করা হয়না বললেই চলে। পুষ্পস্তবক অর্পনের জন্য কোটি টাকার ফুল বিলিয়ে দেয়া হয়, অথচ তাদের রুহের মাগফিরাতের জন্য তেমন কোনো ব্যবস্থা চোখে পড়ে না। বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন তাদের এবং তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে যথার্থ মূল্যায়নের দাবি জানাচ্ছি।
এছাড়াও তিনি আরো বলেন বাংলা ভাষা আমাদের বাঙালির জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাতৃভাষা ছাড়া আমরা কখনোই আমাদের মনের ভাব যথাযথভাবে প্রকাশ করতে পারবো না। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সর্বত্র বাংলা ভাষার যথাযথ প্রয়োগ করা নিশ্চিত করা চাই।
বক্তব্য শেষে ব্লাড গ্রুপ নির্নয় ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খীদমাতুল মুসলিমীন সেচ্ছাসেবক টিমের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান অপু , যুগ্ম সাধারণ সম্পাদক সায়মুন ইসলাম রবিন ,সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান , অর্থ সম্পাদক কাউসার রহমান প্রচার সম্পাদক, মোঃসাকিবুল ইসলাম,নাজুমুল,আব্দুল্লাহ,সহ প্রমুখ।