কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন খুলনার ৭ জন। তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হিরা মনি শাহিতাজ, প্রচার সম্পাদক মিদুল ইসলাম মৃদুল, সহ-সম্পাদক নূর হাসান জনি, আক্কাস আলী রুবেল, সদস্য মৃত্যুঞ্জয় মনি,চিন্ময় রায়।
উল্লেখ্য কেন্দ্রীয় কমিটিতে পদপ্রাপ্ত এ ৭ জন সংগঠনের খুলনায় প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পরিচালক সুসান আনোয়ার চৌধুরী, সভাপতি ইয়াছিন মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর নেতৃত্বে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
এর আগে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র ৮ম জাতীয় সম্মেলনে নির্বাচন পরিচালনার জন্য গঠিত হয় নির্বাচন কমিশন।
গত ৪ ফেব্রুয়ারি-২০২৩ বাংলাদেশ শিশু একাডেমীতে আয়োজিত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।