আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে মিরর লাইফস্টাইল ম্যাগাজিন এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ উইমেন্স ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ড ২০২৩’।
নারীদের সম্মানকে সবার কাছে তুলে ধরতে ও সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে এই অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও মিডিয়া সেক্টরের নারীদের তুলে ধরা হয়।
অনুষ্ঠানে Women’s in social activities এ অবদান রাখায় এনভয় গ্রুপের চেয়ারম্যান মিসেস সারমিন সালামকে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার তার হাতে এ সম্মাননা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী ও এটিএন নিউজের বার্তা প্রধান মুন্নী সাহা সহ আরো সম্মানিত অতিথিবৃন্দ।