খুলনার ডুমুরিয়ায় ক্লাইমেট- স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার স্বাধীনতা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম পি, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ।
স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন, ডুমুরিয়া প্রেসক্লাবের
সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সার্বিক সন্চলনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিদ হুসাইন আলোচনা সভা শেষে প্রধান অতিথি কৃষিমেলার স্টালগুলো ঘুরে দেখেন। সন্ধ্যায় বর্ণাঢ্য সংস্কৃতি
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।