সাতক্ষীরার তালায় প্রথম বারের মত উপজেলা পর্যায়ে কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে তালা শিল্পকলা একাডেমিতে তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতাটিতে ক ও খ বিভাগে তালার সকল ইউনিয়নের প্রায় দুইশত ছেলেমেয়ে অংশগ্রহণ করেন।
তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্ট সরদার মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তাওহীদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন প্রমূখ।
প্রতিযোগিতা শেষে তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি র্যালি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে তালা বাজার প্রদক্ষীন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ফলাফল শত্রুবার প্রকাশিত হবে।