খুলনা অফিসঃখুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সেবা সপ্তাহ পালন উপলক্ষে গতকাল সকাল ১০টায় নগরীতে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কেডিএ ভবনে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের হাতে নগর উন্নয়নমূলক বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়। র্যালিতে অংশ নেন কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মাহমুদ হাসান, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামীম জেহাদ ও সিনিয়ার এস্টেট অফিসার জি এম মাসুদুর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ এসময় সেবা প্রত্যাশিরা উপস্থিত ছিলেন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের সেবা সপ্তাহ পালিত হবে।
খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্বশাসিত সেবা ধর্মীয় প্রতিষ্ঠান। ১৯৬১ সালের ২১ জানুয়ারি পরিকল্পিত নগরায়ন ও আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নিয়ে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেন। জন্মের সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি নগর পরিকল্পনা, মহানগর উন্নয়নে অংশগ্রহণ এবং অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রণে কাজ করে। প্রতিষ্ঠানের নির্বাহী পর্ষদে চেয়ারম্যান এবং ১২ সদস্য বিশিষ্ট বোর্ডের মাধ্যমে কেডিএ’র কর্মকা- পরিচালিত হয়। কেডিএ’র অনুমোদিত মোট ২৫৫ জনবল রয়েছে।