বাগেরহাটের চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় এক কলেজ শিক্ষকের স্ত্রী সোমা বিশ্বাস (৫০) আহত হয়েছেন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্যে পাওয়া গেছে।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে কলেজ শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল বলেন, ‘খালাতো (মাসির ছেলে) ভাই কল্যান কুমার মন্ডল ও আমি উপজেলার চরকুড়ালতলা গ্রামে পাশাপাশি বসবাস করি। সে বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজে হিসাবরক্ষণ (বিএমটি) বিভাগের প্রভাষক ছিল। সনদ সংক্রান্ত জটিলতা থাকায় সে সম্প্রতি চাকুরী ছেড়ে দেয়। তাঁর ধারণা জাল সনদের কথা আমরা ফাঁস করেছি। এ নিয়ে প্রায়ই আমার স্ত্রী সোমা বিশ্বাস (৫০) কে কল্যান গালিগালাজ করত। এর সূত্র ধরে শুক্রবার (৭ এপ্রিল) সকালে কল্যানের নেতৃত্বে ৪-৫ লোক আমার স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমার স্ত্রীকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে কল্যান কুমার মন্ডল মারপিটের কথা অস্বীকার করে বলেন, শারীরীক অসুস্থতার কারণে কিছু দিন আগে আমি চাকুরী ছেড়ে দিয়েছি। রবীন্দ্রনাথ মন্ডল আমার বড় ভাই। ভাই-বৌদির সাথে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। বিষয়টি মিমাংসার কথাবার্তা চলছে।’
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জান খান সাংবাদিকদের জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।