ভিডিও, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিকে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে নগরীতে ২০১৩ সালের ১৪ আগস্ট ‘পার্পেল বার্ড’ নামক প্রতিষ্ঠানের যাত্রা শুরু। সেই থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি দেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশেও একটি সৃজনশীল প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু পার্পেল বার্ডের অধিকাংশ পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের বাইরে অবস্থান করায় আগামী জুলাই থেকে প্রতিষ্ঠানের খুলনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হবে। মঙ্গলবার খুলনা প্রেসক্লাবে দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক এস. এম ইমরান হাসান উপরোক্ত কথাগুলো বলেন।
ইমরান হাসান বলেন, প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে দীর্ঘ সময় আপনাদের সহযোগিতা, আমাদের পেশাদারিত্বে প্রতিষ্ঠানটি আমরাই প্রথম খুলনায় ২০১৫ সালে বিবাহমেলার আয়োজন করেছি। পরবর্তীতে ২০১৬ ও ২০১৮ সালেও এই মেলাটির আয়োজন ও পরিচিতি লাভের সকল কৃতিত্বটুকু আপনাদের। আমরা যখন পার্পেল বার্ডের যাত্রা শুরু করি, তখন আমরা সকলেই ছিলাম অনভিজ্ঞ ও নবীন। সেই থেকে প্রতিদিনই আমরা কাজের মাধ্যমে নতুন করে শিখেছি। এই যাত্রাও খুব মসৃন ছিলনা। বাংলাদেশে ফটোগ্রাফি, ভিডিও ও সিনেমাটোগ্রাফি আজকের মতো জনপ্রিয়তাও ছিল না। একটি কাজের জন্য ও গ্রাহকের সন্তুষ্টি লাভে নানাভাবে কাজ করতে হয়েছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি তাই সর্বমহলে সমাদৃত হয়েছে। কিন্তু সময়ের পরিক্রমনায় আমাদের প্রিয় প্রতিষ্ঠানটি উদ্যোক্তরা এখন ব্যক্তিগত জীবনে ব্যস্ত সময় পার করছেন। পেশাগত দক্ষতা অর্জন, উচ্চ শিক্ষা গ্রহণসহ বিভিন্ন কারণে আমাদের অধিকাংশ সদস্যকে দেশের বাইরে অবস্থান করতে হচ্ছে। ফলে চাহিদার তুলনায় সকল গ্রাহকদের আমরা সেবা দিতে পারছি না। এমন অবস্থায় আমরা দেশের অভ্যন্তরে আমাদের সেবা কার্যক্রম আগামী জুলাই থেকে সাময়িকভাবে স্থগিত করছি। তবে দেশের বাইরে আমাদের বর্তমান সেবা কাজ অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আমরা ‘পার্পেল বার্ড’ পরিবার আপনাদের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি। দেশে আমাদের কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও আমরা আগামী দিনে আবারও ফিরে আসতে চাই। ইতিমধ্যে সাধারণ মানুষের যে ভালবাসায় সিক্ত হয়েছি; সেই ভালবাসা আমাদের আগামী দিনের পাথেয় হয়ে থাকবে। আর প্রিয় বাংলাদেশ ও জন্মভূমির প্রতি দ্বায়বদ্ধতাতো রয়েছেই। তাই বার বার এই মাটিতে ফিরবো। আপনাদের প্রতি আমাদের সশ্রদ্ধ ভালবাসা ও শুভ কামনা রইল। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ফাইন্যান্স ডিরেক্টর নূরে নিয়াজ শুভ, ডিরেক্টর আশফাকুর রহমান ফাহিম, কাজী ফজলে রাব্বী শান্ত, শুভ খান, লিটু, তারেক, শুভ দত্ত,আসিক প্রমুখ।