খুলনায় শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে খালিশপুরে খুলনা জেলা আইডিইবি কার্যালয়ে ঈদ সামগ্রী হিসেবে চাল, তেল, সেমাই, চিনি, গুঁড়োদুধ, পেয়াজ, আলু, মসলাসহ খাদ্য সামগ্রী বিতরণ করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) খুলনা জেলা শাখা ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ খুলনা জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি খুলনা জেলার সভাপতি শেখ রফিকুল ইসলাম তাপস, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, খুলনা জেলার সভাপতি গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা, সহ-সভাপতি ম. কামাল, জেনিক,আইডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ খুলনা জেলার সাধারণ সম্পাদক মোঃ হাসানুর রহমান তানজির, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ খুলনা জেলা শাখার প্রচার সম্পাদক মামুন শেখ, বাকাছাপ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ নবাব প্রমুখ।
ঈদ সামগ্রী পেয়ে উপস্থিত অনেকে বলেন, আমরা অনেক অভাবে ছিলাম; আল্লাহ আমাদের এই ত্রাণ পাঠিয়েছেন। তাই এই ঈদ সামগ্রী পেয়ে শান্তিতে ঈদ করতে পারব।