কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্প (GCPBCD 055/LDF) মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর যৌথ আয়োজনে সিবিও সদস্যদের গলদা চাষ বিষয়ক প্রশিক্ষণ বুধবার সকাল ১০টার সময় ডুমুরিয়া অফিসার্স ক্লাবে ২দিন ব্যাপী প্রথম দিনে ২৫জন নারী চাষীদের কে নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ বক্তব্য রাখেন খুলনা মৎস্য বিভাগের উপ পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবুবকর সিদ্দিক, পাইকগাছা উপজেলা মৎস্য অফিসার মোঃ টিপু্ সুলতান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়ার বাড়ই কাটি চিংড়ি চাষী ক্লাস্টারের সভাপতি সন্জিদ মন্ডল,বৈঠাহাড়া ক্লাস্টারের সভাপতি অনুপ রায়,ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তা চিংড়ি চাষী ক্লাস্টারের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেনসহ ২৫জন নারী চিংড়ি চাষী অংশগ্রহণ করেন।