সাসটেইনেবল কোষ্টল এণ্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট এটি মৎস্য অধিদপ্তরের অধিনাস্থ একটি প্রকল্প। এই প্রকল্পের অধীনে ডুমুরিয়া উপজেলায় আঠারোটি ক্লাস্টার গঠন করা হয়। মৎস্য অধিদপ্তরের আওতায় ক্লাস্টার গঠনের শর্তঅনুযায়ী ঘেরর গভীর বৃদ্ধি , পাড় চওড়াকরন, বায়োসিকিউরিটি মেনে চলা, একই চাষ পদ্ধতি অনুসরণ ও অন্যান্য শর্ত সাপেক্ষে পুকুর প্রস্থুতি ও চাষ পদ্ধতি অনুসরণ করার শর্ত সাপেক্ষে ডুমুরিয়া উপজেলা হতে সাতটি ক্লাস্টারের বিজনেস প্লান প্রকল্প দপ্তরে পাঠানো হয়। এই সাতটি ক্লাস্টারের মধ্যে থেকে পাঁচটি ক্লাস্টারে ম্যাচিং গ্রাণ্টের প্রথম কিস্তি ব্যাংকের চেকের মাধ্যমে প্রদান করা হয়েছে।ম্যাচিং গ্রাণ্ট প্রাপ্তির ভিত্তিতে ক্লাস্টার গুলোর নাম বড়ডাঙ্গা চিংড়ি চাষী ক্লাস্টার -২, গুটুদিয়া; বড়ডাঙ্গা চিংড়ি চাষী ক্লাস্টার – গুটুদিয়া; বারুইকাটি চিংড়ি চাষী ক্লাস্টার , শোভনা; বৈঠাহারাচিংড়ি চাষী ক্লাস্টার, মাগুরখালী; টিপনা নতুন রাস্থা চিংড়ি চাষী ক্লাস্টার , খর্ণিয়া। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক ও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।