পিরোজপুরে কাউখালীতে অবৈধ জাল উদ্ধার। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা বুধবার (১০মে) উপজেলার কচা নদীতে ঝাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে এক মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলার জোলাগাতী এলাকার কচা নদী থেকে একটি বাধা জাল ও পাঁচটি চিংড়ি রেনু ধরার জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো জনসম্মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার সম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানের সময় জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশ অংশগ্রহণ করেন। এছাড়া চিংড়ি রেনু ধরার অপরাধে এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা করে ও ২০ হাজার পিস রেনু চিংড়ি মাছ নদীতে অবমুক্ত করা হয়।