পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় চ্যালেঞ্জ বিষয়ে মাল্টি- ষ্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার- রিকের আয়োজনে এবং হেল্পএইজ ইন্টারন্যাশনাল সহায়তায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার- রিকের নির্বাহী পরিচালক আবুল হাসিব খানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সেলিম হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক মো: ইকবাল কবির, জেলা হাসপাতালের আরএসও ডা. নিজাম উদ্দিন সহ প্রবীণ ক্লাবের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা, বাংলাদেশে প্রবীণদের সহনশীলতা বৃদ্ধির চর্চার অনুশীলন বাড়াতে হবে। সরকারী ভাবে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও প্রবীণদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন প্রদক্ষেপ নিলে সমাজের প্রবীণদের ভূমিকা আরো বৃদ্ধি পাবে।
পরে জেলার ২৮ জন প্রবীণদের মাঝে হুইল চেয়ার ও বিভিণœ ইউনিয়নের প্রবীণদের মাঝে প্রবীণ মাসিক ভাতা বিতরণ করা হয়।