সোমবার (২২মে) রাত ৯টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর ১২ নং ওয়ার্ড শাখার নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সমম্বয়কারি মোহাঃ শোয়াইবুর রহমান এর সঞ্চালনায় ওয়ার্ডস্থ অস্থায়ী কার্যলয়ে জরুরী বৈঠক অনুস্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান। এবং ৯.১২.১৩.ও ১৫ নং ওয়ার্ডের নির্বাচনী জিম্মাদারি টিম লিডার, ১২ নং ওয়ার্ডের নির্বাচনী পরিচালক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর খালিশপুর থানার সহ-সভাপতি মাওঃ হাফিজুর রহমান এবং
ইসলামী যুব আন্দোলনের ১২ নং ওয়ার্ডের নির্বাচনী সমম্বয়কারি মো. মাইনুল ইসলাম।
অতিথীগন তাদের আলোচনায় কেসিসি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত মেয়রপ্রার্থী আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুল আউয়াল সাহেবের হাতপাখা প্রতিকে ভোট দিতে জনগনের নিকট জানাতে জোরদাবী করেন এবং নির্বাচনী কার্যকালাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর ১২ ন ওয়ার্ডের সভাপতি ও সহকারী পরিচালক নির্বাচন কমিটি
মো. শোয়াইবুর রহমান। সহকারী সমম্বয়কারি সাজ্জাদ হোসেন, সহকারী সমম্বয়কারি মো. বাহার উদ্দিন, মো.আরিফুল ইসলাম, মো. মহিউদ্দিন মানি, মো. ইমন হোসেন, মো. নুর নবী সহ অনন্য নেতৃবৃন্দ।