নানা আয়োজনে সামাজিক সংগঠন খুলনা সোসাইটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল রাতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির চেয়ারম্যান ডা. নয়ন পাল এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও খুলনা সোসাইটির সদস্য ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ, রোটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইলেক্ট পিপি সৈয়দ মোকসেদুল ইসলাম মুকুল, খুলনা সোসাইটির উপদেষ্টা এনটিভির ব্যুরো চিফ মো: আবু তৈয়ব মুন্সী, মহাসচিব এস এম শফিকুল আলম বিপ্লব, অধ্যক্ষ এ্যাড. মির্জা নুরুজ্জামান, মো: তারেক হাসান, মো: আব্দুল হান্নান, ছাত্রনেতা ইবনুল হাসান, ইয়াফেজ ইস্তেহাদ দ্বীপ, আরবিনা শিকদার, রুবেল ইসলাম, ওয়ালিমা জেরিন খান, ছাত্রনেতা রুমান আহমেদ প্রমুখ।