সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সময়মতো শ্রমিকের পাওনা পরিশোধ করা মালিকের দায়িত্ব: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী | চ্যানেল খুলনা

সময়মতো শ্রমিকের পাওনা পরিশোধ করা মালিকের দায়িত্ব: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, মালিক-শ্রমিক উভয়ে মিলে কলকারখানার সকল সমস্যা সমাধান করা যায়। সময়মতো শ্রমিকের পাওনা পরিশোধ করা মালিকের দায়িত্ব।

প্রতিমন্ত্রী রবিবার বিকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে খুলনা জেলার সার্বিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে কলকারখানার শ্রমিক-কর্মচারীদের যাবতীয় পাওনাধি পরিশোধের বাস্তব অবস্থা, মিলের উৎপাদন ও পরবর্তী করণীয় নির্ধারণ সংক্রান্ত ত্রি-পক্ষীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, নির্দিষ্ট সময়ে শ্রমিকের পাওনা পরিশোধ করলে শ্রমিকের যেমন জীবনমান উন্নয়ন হয়, তেমনি তাদের দ্বারা মিলের উৎপাদন বৃদ্ধি পায়। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধশালী হয়। বর্তমান সরকার শ্রমিকবান্ধব, তাদের স্বার্থসুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্ধ মিলগুলো চালু করে শ্রমিকের বকেয়া পাওনাগুলো পরিশোধ করার জন্য মিল মালিকদের প্রতি নিদের্শনা প্রদান করেন শ্রম প্রতিমন্ত্রী।

খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ হাফিজুর রহমান, কেএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোসফেকুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক ডাঃ নবীন কুমার হাওলাদার। সভায় মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ অংশ নেন।

এর আগে শ্রম প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

ভারতে সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল; নিরাপত্তা জোরদার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা

খুলনার শিববাড়ী মোড়ে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান

চোরাই গরু বহনকারী পিকআপসহ আটক ৩

সোনাডাঙ্গায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ডাবলু গ্রেপ্তার

‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ ধর্ম উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।